এক নির্বোধ লেখক
অনেক দিন গল্পের ডিমে তা দিয়ে
যখন ফুটলো ছানা
প্রকাশের লোভে প্রকাশনায় গেলো
বগলদাবা করে পান্ডুলিপি খানা।
প্রকাশক বললেন
এটা কি আপনার নিজের গল্প?
আজ্ঞে নিজ হাতে লিখেছি, কোন নকল না।
আরে এটা কি আপনার নিজের জীবনের গল্প?
আজ্ঞে না।
তবে তো এই গল্প ছাপানো যাবে না।
লেখক কবিরা যে শুধু
আত্নজীবনীর গল্পই লিখেন
বোকা লেখকের এই কথা ছিল না জানা।
প্রকাশক আরো বললেন,
কাজী আনোয়ার হোসেন
নিজেই যে ছিলেন
দূর্ধস্ব স্পাই মাসুদ রানা!
এই কথাটাও আপনার জানা ছিল না?
কপালে চোখ তুলে বললেন
বোকা লেখক
সত্যি আমার তা ছিল অজানা।