এই বসন্ত বরণ উৎসবে
উৎযাপনে মেতে কি হবে!
জানি, বসন্তের ছোঁয়ায়
মৃত প্রায় বসুধা প্রাণ ফিরে পায়
নিসর্গের মলিন মুখটি
ভরে যায় অবারিত হাসিতে।
বন বিথিকার রুক্ষ শুষ্ক শাখা
সাজে নবীন সবুজ পাতায়।
পাখি গায়, জীবন সাজায়
হাজার ফুলের সাজিতে।
দিকে দিকে কলকাকলি
বেজে ওঠে
সপ্ত সুরের বাঁশিতে।


তোমার প্রাণের সেই বসন্ত
ব্যথার কুঞ্জবনে যে ফোটাত
আনন্দের অংকুরিত  ফুল।
তাকে আজ খুঁজে কি হবে?
এই বসন্ত বরণ উৎসবে
অশ্রু নদীর জলে, একদা
যা কে দিয়ে ছিলে ভাসিয়ে।