শুধু মিছে খেলি এ জীবন খেলা
সুখ সুখ করে কাঁদি দিবা রাতি
খুঁজে পাই নি সে দেশলাই
যেন জ্বালাতে পারি
অকুল আঁধারে আলোকের বাতি।
ছিল যা লুকিয়ে আপন অন্তরে
যে গুপ্ত ধন
পাই নি তার আমি সন্ধান
হীরের খনিতে শুয়ে মাটি না সরিয়ে
আছি ঘুমিয়ে না জানি কত কাল কত যুগ।
আর হাহাকার করে বলি,
দুঃখের পারাবারে
কোথায় হারিয়ে গেছে যত সুখ?
অন্তর গভীরে দেখি নি চেয়ে
রত্নের ভান্ডার আমারও আছে
হাতের নাগালের খুব কাছে।
খুঁজে পেতাম ঠিক তার চাবি
তার বন্ধ ডালার তালা খোলার
উপায় যদি ভাবি।