বইয়ের পাতায় পাতায়
কি খুঁজছেন? কবিতা?
আপনি হয়ত খেয়াল করেন নি
আপনার আসা যাওয়ার পথে
নিরেট ইটের নীচে চাপা পড়া
হলদে সবুজ ঘাসের বাঁচার চেষ্টা।
চৌরাস্তার জ্যামে
গাড়ির পিছনে ছুটতে থাকা
অনাথ শিশুটা 
যে আকুতি নিয়ে বার বার বলছে
স্যার একটা ফুল নেবেন?
নিন না স্যার। সারাদিন কিছু খাই নি।
আকাশে তাকিয়ে হয়ত দেখলেন
এই মাত্র উড়তে থাকা 
লেজ ওয়ালা রঙ বেরঙের ঘুড়িটা
যা কে পাশ থেকে কেটে দিল অন্য ঘুড়ি
কেমন হেলতে দুলতে চিরতরে
সে চলে যাচ্ছে দিগন্তের দিকে
আর নাটাই হাতে হা করে চেয়ে আছে
দূরন্ত কিশোর ছেলেটা।
এই সব কে কি আপনার কাছে
কবিতা মনে হয় না?