ধরুন রাজার লোক
আপনাকে ধরে নিয়ে এলো
খামখেয়ালি রাজা বললো,
তোমাকে দিয়েই একটা পরীক্ষা করব।


দেখ, এই ঘরটার দুই দরজা।
একটা দরজা খুললে পাবে আলো
আর অন্যটা খুললে পাবে অন্ধকার।
অচেনা দরজা দুটি দেখতে একই রকম।
দুই দরজার দুই পাহারাদার।
এদের যে কোন একজন শুধুই মিথ্যা বলে
আর অন্য জন শুধুই সত্যি।
আমি তোমাকে একটাই প্রশ্ন
করার সুযোগ দেব
পারবে? আলোর দরজা খুঁজে নিতে?


কি করবেন? ভাবনায় পড়ে গেলেন?


যে কোন এক প্রহরীর সামনে দাঁড়ান
তারপর অন্যদিকের প্রহরীর দিকে
আংগুল তুলে জিজ্ঞেস করুন,
আমি যদি ঐ প্রহরীকে বলি,
আলোর দরজা কোনটি
তবে সে কোনটি দেখিয়ে দেবে?


প্রহরী যে দরজাটি দেখিয়ে দেবে
তার ঠিক উলটো দরজা দিয়ে
নিশ্চিন্তে ঘট ঘট করে বেরিয়ে যান।
ওটাই আসলে আলোর দরজা।


বিশ্বাস হচ্ছে না?
মনে মনে মিলিয়ে দেখুন।