আপনি কি দৌড়াতে চান?
সোজা ঐ মাঠে চলে যান।
এই মাঠ সবার জন্য উম্মুক্ত
হতেও হবে না শক্ত সামর্থ।


আমি। আমি দৌড়াতে চাই।
দৌড়ানো শিখতে চাই ভাই।


আগে বলেন বয়স কত? 
ওয়েট  আর হাইট?
করতে পারেন হেভিওয়েট ফাইট?


এই না বললেন,
এই মাঠ সবার জন্য উম্মুক্ত
এখন কেন দিচ্ছেন এত সব শর্ত?


বলছি আপনার ভালোর জন্য
ঠিক ঠাক বলুন।


এই ধরুন
বয়েস চল্লিশ,ওজন মাত্র ষাট
আর উচ্চতা পাঁচ ফুট ছয়।


আপনি তবে কেটে পড়ুন
এই ফিল্ড আপনার জন্যে নয়।


আমি ঠিক বুঝলাম না?


আপনাকে দিয়ে হবে না।
 
বিশ্বাস করুন ভাই 
আমি দৌড়াতে চাই।
সকাল বিকাল প্র‍্যাকটিস 
করি না কখনো মিস
দুই বেলা হরলিক্স খাই।


আরে ভাই বললাম না
আপনি ডিসকোয়ালিফাইড।
তার চেয়ে দূর থেকে
খেলা দেখুন হয়ে এক সাইড।


কিন্তু কেন? দেখান তো দেখি
আপনাদের স্ট্যান্ডার্ড গাইড?


 কি অত দেখছেন
চোখ দুটো করে পিট পিট?
জীবনে কখনো করেছেন মারপিট?
তাহলে বুঝতাম,আপনি ফিট।


কী যে বলেন ভাই
বাসায় দুই একটা তেলাপোকা মেরে
কাঁপতে কাঁপতে হয়ে যাই ফিট।


যা বলছি দয়া করে শুনুন
ভালোয় ভালোয় কেটে পড়ুন।


দৌড় শিখতে এ সব লাগে কেন? 
কারনটা তো বলুন?


তবুও করছেন ঘ্যান ঘ্যান?
বুঝবেন না। পরে কিন্তু পস্তাবেন।


ভাই আর একটু ভাবেন
এভাবে ডোর করবেন না লক
আমার না দৌড়াবার খুব সখ।


আরে ভাই থামান তো 
আপনার যত বকবক।
হাতে কলমে বুঝার আগে
দেখাই আগের বার দৌড়ের
একটা ভিডিও ক্লিপ?
দেখেতো কাশবেন খক খক।


হুম! কি সাংঘাতিক! 
আপনার কথাই দেখছি ঠিক
দেখেই বুকটা করছে ঢিপ ঢিপ।
এর চেয়ে বরং বাসায় গিয়ে
পরব না হয় চুড়ি আর টিপ।


আছে কেউ কেউ 
নিজে একটুও দৌড়াবে না 
যদি আপনি দৌড়াতে চান
জামা প্যান্ট ধরে দেবে টান।
কি করে কাউকে
টেনে হিঁচড়ে নামানো যায়
ওরা নিবেদিত প্রাণ
ধ্যান জ্ঞান চিন্তায়।



কি যে বলেন
আমাকে দিয়ে হবে না টানাটানি
সে আমি ভাল করে জানি।
কিন্তু এতো অন্যায়? থামানোর কেউ নেই?
মানে কোন আম্পায়ার?
ফাউল করলেও লাল কার্ড পায় না
কোন খেলোয়াড়?


না মশাই। 
নিয়ম থাকলেও নাই নিয়মের বালাই।
আম্পায়ার আসলে খুব উদার
তার আছে বিশাল বড় মন।
কাউকে কষ্ট দিয়ে 
হতে চান না কারো বিরাগ ভাজন।


আম্পায়ারের কথা শুনে 
দৌড়ানোর ইচ্ছে মরে গেল ভাই।
এবার আমি যাই।
আমিতো আর নই কোন বীর
নই শক্তিশালী কুস্তিগীর
শেষে ফাটবে নাক কান।
হতেও চাই না পালোয়ান। 


এত ক্ষনে বুঝলেন ?
দয়া করে আর বিরক্ত না করে
বাসায় গিয়ে দাবা খেলেন।
রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।


সেই ভালো। কি সাংঘাতিক!
ভুলতে হবে দৌড়ানোর বাতিক!!