একটা ফুল কেন ফুটলো?
তার সুললিত পাপড়ি মেলে দিয়ে
মিষ্টি সুবাসে চার দিক মাতিয়ে।
জন্ম হলো তাই পৃথিবীর সবচেয়ে
দুর্বোধ্য এক প্রশ্নের।
রহস্য উম্মোচনে 
চোখেরা সজাগ হলো
কানেরা বাতাসে কান পাতলো
কথারা কবিতায় ডানা মেললো
অথচ ক্ষনজন্মা ফুল
অচিরেই ঝরে পড়বে।
পাপড়িগুলো রঙ হারিয়ে
মাটিতে মিশে যাবে।
পৃথিবীর হাজার ফুলের ভীড়ে
আলগোছে হারিয়ে যাবে
কেউ তাকে মনে রাখবে না
কলি থেকে ফুটে ওঠা
একটা সামান্য ফুল।