সারা পৃথিবী ঘুরে
এক অনুসন্ধিৎসু লোক
গেলেন কাংখিত জ্ঞানীর কাছে।
আমাকে কি অল্প কথায়
শেখাবেন জীবনের জ্ঞান
যা আপনার সঞ্চয়ে আছে?


জ্ঞানী লোক মুচকি হেসে বললেন
তার আগে একটা কাজ দেব শুধু
ঐ সামনের রাজপ্রাসাদ দেখে আসবে
সঙ্গে দিলাম এই এক চামচ মধু
কি দেখলে আমাকে জানাবে।
সাবধান! চামচ থেকে পড়ে না যেন
এক ফোটা মধু, লক্ষ্য রাখবে।


লোকটা বললো,
এ আর কি কঠিন কাজ!
পা টিপে টিপে ঘুরতে চললো
অনেক ক্ষন বাদে ফিরে এসে
বললো, এমন আলিশান প্রাসাদ
মনোমুগ্ধকর সব কারুকাজ!
তাই দেখে ধন্য হলাম আজ।


জ্ঞানী লোক বললেন,
আর ভুলে গেলে?
তোমার সেই চামিচের মধু?
লোকটা সম্বিত ফিরে তাকিয়ে দেখে
মধু নেই, হাতে খালি চামচটা শুধু।


জ্ঞানী লোক বললেন,
বৎস শোন দিয়ে তবে মন
ঐ এক চামচ মধু
সেটাই তোমার সততা
আর ঐ চাকচিক্যময় প্রাসাদ 
নশ্বর পৃথিবীর যত প্রলোভন।