এক প্রজা ভোরে ঘুম থেকে উঠে দেখে
দরজার সামনে একটা থলি
তাতে লেখা, "এতে একশ স্বর্ণমুদ্রা আছে"
প্রজা তড়িঘড়ি করে থলি খুলে
মুদ্রা গুনতে লাগলো।
যতবার গুনলো ততবারই পেলো
মাত্র নিরানব্বইটা স্বর্ণমুদ্রা।
একটা স্বর্নমুদ্রা কম পেয়ে তার
মন খারাপ হলো,
রাজা যদি দিবেনই তবে
একটা কেন কম দেবেন, 
শুধু আমার বেলা?


সেই একটা মুদ্রার শোকে
রাতে সে ঘুমাতে পারলো না।
অনেক ভেবে থলি নিয়ে
পরদিন সকালে রাজ দরবারে হাজির
রাজা মশাই,
আমার একটা কম পড়েছে
দয়া করে ওটা পুরিয়ে দিন।
রাজার সৈন্য থলিটা ওর হাত থেকে
কেড়ে নিয়ে বললো,
তাকিয়ে দেখ
ঐ যে লাইন ধরে দাঁড়ানো সবাই
তুমিও সবার মত একই ভুল করেছ
রাজা ইচ্ছে করেই একটা মুদ্রা
কম দিয়ে তোমাদের সবাইকে
পরীক্ষা করেছেন
এখন খালি হাতে বাড়ি ফিরে যাও।


(মহান স্রষ্ঠা সবাইকে কিছু না কিছু দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা না পাওয়ার দু:খকে বড় করে দেখি বলেই যা পেয়েছি তাও উপভোগ করতে পারি না।)