ও হে কাঠুরিয়া? গাছ কাটছো বুঝি?
দেখতেইতো পাচ্ছো।
এত বড় গাছ! এক দিনে কাটতে পারবে তো?
তা পারবো না কেন? আমার এই কুঠারে অনেক ধার। আর আমি নিজেও যেমন বলবান তেমনি পরিশ্রমী।
ঠিক আছে। ঠিক আছে। অনেক শুভ কামনা রইলো তোমার জন্য।


ও হে কাঠুরিয়া? গাছ কাটা হয় নি বুঝি? এদিকে
সন্ধ্যা যে ঘনিয়ে এলো।
না গো কাজটা শেষ করতে পারলাম না। দূর্ভাগ্য আমার।
এর মধ্যে একবারও বিশ্রাম নাও নি?
না। দেখছ না ঘেমে নেয়ে গেছি। আমিতো একটানা পরিশ্রম করে গেছি।
আর কুঠারে একটু ধার দিয়ে নাও নি?
না। তার আর সময় পেলাম কোথায়?
এটাই তোমার ভুল কাঠুরিয়া। যদি একটু বিশ্রাম নিয়ে নিয়ে আবার কাজে নামতে, কুঠারে সামাণ্য ধার দিয়ে নিতে, তবে তোমার গাছ কাটা ঠিকই হয়ে যেত।


( মর্মার্থ: শুধু পরিশ্রমই সাফল্য লাভে যথেষ্ঠ নয়,
প্রয়োজন সঠিক কর্ম কৌশল)