গাধা বললো, ঘাসের রঙ নীল।
বাঘ বললো, ঘাসের রঙ সবুজ।
তর্ক চললো।
বিষয়টায় একমত হতে না পেরে
ওরা গেল বনের রাজা সিংহের কাছে।


গাধা বললো, হে মহামাণ্য রাজা
ঘাসের রঙ কি নীল নয়?
সিংহ বললো,
হুম।ঘাসের রঙ নীল। তাতে কি হয়েছে?
হুজুর।
বাঘ আমার সাথে অযথা তর্ক করেছে,
আপনি ওকে সাজা দিন।
সিংহ বললো,
আগামি পাঁচ বছর বাঘ নীরব থাকবে
এটাই তার ন্যায্য সাজা।


বাঘ শাস্তি মেনে নিয়ে বললো,
হুজুর ঘাস কি সবুজ নয়?
সিংহ বললো,
নিশ্চয় ঘাসের রঙ সবুজ।
বাঘ বললো, তবে গাধার সাজা না হয়ে
আমার হলো কেন?


সিংহ রাজা সুলভ ভংগীতে বললো,
ঘাস সবুজ না কি নীল
সে টা কোন বিষয় নয়।
তোমার সাজা এই জন্যে দিয়েছি
বুদ্ধিমান ক্ষিপ্র প্রাণী হয়েও
গাধার সাথে তর্ক জুড়ে
তুমি তোমার এবং আমার
সময় নষ্ট করেছ।


সার কথা: যারা নিজের অহম বিসর্জন দিয়ে
সত্য মানতে রাজি নয় , তাদের সাথে যুক্তি তর্কে যাওয়া উচিৎ নয়।