প্রত্যাশা থেকে আশাকে বাদ দিয়ে
মিলের সাথে অমিল যোগ দিয়ে
ফলাফল যা পাবে, তাকে
দিবাস্বপ্ন দিয়ে গুন দিয়ে যা থাকলো
তাকে বাকি জীবন দিয়ে ভাগ করে দেখ
ভাগফল হিসেবে পাবে শুধুই একাকিত্ব
আর ভাগশেষ শুধুই শূন্যতা।


এটাই জীবনের সরল অংক।