শিল্পি তুমি সাধারনের মত নও
শুধু চাহিদা মিটিয়ে
তোমার হয় না তৃপ্তি।
তোমার অন্তর্লোকে থাকে এক
সুদূরপ্রসারী স্বপ্ন।
তুমি সেই স্বপ্ন লুকিয়ে রাখো মনে
সেই স্বপ্ন নিয়ে ভাব নির্জনে
যার রেশ ফুটে ওঠে
তোমার সৃষ্টির স্ফুরনে।
কথা,সুর আর রঙ এর আড়ালে
তোমার অতল জিজ্ঞাসা।
বিমূর্ত তার ভাষা।
চিক চিক করে জ্বলতে থাকে
অপার্থিব অপসরার চোখের তারায়
ক্যানভাসে, গান গল্প কবিতায়
কি এক বিষন্ন সুন্দর এসে দাঁড়ায়
রাতের নদীর কালো জলে
জোছনার ছায়ার মত।


কিছু কথাঃ মানুষের চাওয়া আসলে দুই প্রকারের। ইংরেজীতে যাকে বলা যায় যথাক্রমে Demand এবং Desire। যার বাংলায় অর্থ করলে দাঁড়ায় চাহিদা এবং আকাঙংখা।কোন শিল্পি যখন কোন শিল্প মাধ্যমে কাজ করেন তখন তাঁকে প্রথমে চাহিদা পূরণ করতে হয় তারপর তাঁকে মনোনিবেশ করতে হয় ঐ বাড়তি আকাঙ্খা পূরনের বিষয়ে।যে কোন মানুষ যখন ঘর বানায় তাতে কিছু কক্ষ দিতে হয় সেটা তার চাহিদা। কিন্তু সেই মানুষটি যদি শিল্পপতি হন অথবা গানের শিল্পি তখন তার আকাঙখা ভিন্ন ভিন্ন ভাবে প্রতিফলিত হয় সেই বাড়ির কাঠামো, আঙ্গিক থেকে শুরু করে সব কিছুর মধ্যে। চাহিদা কিছু নিয়ম কানুনের বেড়াজালে বন্দী থাকে। তার একটা নির্দিষ্ট ছক থাকে। অন্যদিকে আকাঙ্খার বিষয়টা আরো একটু জটিল হয়। এটা কোন মানুষের পেশা, বয়স, লিঙ্গ, সামাজিক মর্যাদা, রুচি, শিক্ষা, আর্থিক অবস্থান ইত্যাদি অনেক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।শুধু চাহিদা পূরণ করাকে হয়ত তাই শিল্প বলা যায় না। শিল্প তখনই হয়ে ওঠে যেখানে চাহিদার উর্ধে উঠে মানুষের ভিতরের আকাঙ্খার প্রতিফলন ঘটে।