কত কথা বলে যাই 
কত কথা লিখে যাই
ডুবে যাই কথার আকরে
অথচ ঢুকি নাই কথার ভিতরে।
কথার প্রশ্নে কথা বলেছি
হয়েছি কতই সরব।
খোলসে চোখ রেখে ভেবেছি
বুঝে গেছি সব।
চোখ দিয়ে যা দেখেছি
তারে মন দিয়ে করি নাই অনুভব।
প্রশ্নতো করি নাই নিজের কাছে
কথার অন্তরালে কি কথা আছে।
যে কথা আমার অন্তরে ফেলে নাই রেখা
কথা থেকে হয় নাই কিছুই শেখা।


বহু চেষ্টায় আজ
কথার ভিতরে ঢুকে আমি দেখি
রহস্যে লুকিয়ে এ কি! 
কথার মধেও আছে যেন প্রাণ
আছে হাসি কান্না মান অভিমান।
কথার মত কথা যদি সৃষ্টি করা যায়
কথাও হাসাতে পারে অথবা কাদায়।
বুঝলাম যদ্দিনে কথার মর্ম
হারালাম যেন আজ নিজের কথা
কথার মধ্যে ডুবে গিয়ে অবশেষে
পেলাম শুধুই নীরবতা।