অন্ধকারকে ভয় হয়?
সে  তো কোন শক্তি নয়
সে তো আলোর অনুপস্থিতি।
দূর করো অমুলক ভীতি
জ্বালাও নিজের আলো
প্রদিপ তোমার যত তুচ্ছ হোক।
সলতে পোড়াও জ্বালাও শিখা
ভেঙ্গে দাও যত
তিমির কুজঝটিকা।
যখন চারদিক
আঁধার ঘিরে আসে
কালো কালো আবছায়া সব
অট্টহাসি হাসে
সূর্যের মত জ্বলতে না পারো
হতে পারো ছোট্ট  লণ্ঠন।
দৈত্যের মত অপচ্ছায়াগুলি 
নিজেদের গড়া আঁধারে
মিলিয়ে যাবে তখন।