এই যে শুনছেন?
মনের আয়নায় ভুলের দাগ পড়ে
পাপের ছাপ পড়ে
দিন শেষে আপনি কি
সেগুলো কে মুছছেন?


না ভাই মুছবো না।
মুছে কোন লাভ নেই
দাগ যে উঠবে না।
আবারতো ধূলো পড়বেই
যে ধুলো একবার পড়লে
আর মোছা যায় না
তাকে নিয়ে ভাবি না
তার চেয়ে ঢাকা থাক
ঘোলা যত হয়ে যাক
আমার মনের স্বচ্ছ আয়না।


কথা গুলো একদম ঠিক না
এই কথা কানে কানে বলে কে?
আপনার ভিতরের মিনমিনে শয়তান।
যায়। সব ধূলো মোছা যায়
যদি শুধু আপনি তা চান।
বলেছেন মাস্টার আছে সেই ডাস্টার
দাগ ধূলি মোছা যায়
ভুল থেকে শেখা যায়
ইগো ছেড়ে আবার ছাত্র হয়ে যান
খোলা রাখুন নিজের চোখ কান
স্বচ্ছতা আসবে, সত্যটা ভাসবে
চক চক করবে
আপনার মনের পুরনো  আয়না
সেটাও দেখবেন
যা কিছু
অন্যেরা দেখতেও পায় না।