নিস্বর্গ রানী
আমি জানি,
তুমি দু:খ লুকিয়ে হাসো
পৃথিবীর মরুময়তা
সবুজে ঢেকে রাখো।
তুমি কথা বলো
ঘন অরণ্যে
সাড়া দাও অবুঝ হাওয়ায় 
রাত হলে গাঢ় নিবিড় 
ঘাসের কোমল পাতায় 
টুপ টাপ ঝরাও শিশির 
আঁধারে মুখ লুকিয়ে
তুমি কাঁদো।