মনের মধ্যে ঘুমিয়ে আছে,
মাটিচাপা বীজের মত।
তাকে আমি শিকড় গাড়ার জন্যে
ইতিহাস আর ঐতিহ্যের জমিন দিয়েছি।
বিকশিত হবার জন্যে শব্দের বাগান দিয়েছি
যেন কথার পাতায় নিজেকে জড়িয়ে
একটা ফুলের মত ফুটতে পারে।
আমি জ্ঞানের সমুদ্র থেকে কিছুটা জল এনে
তার পরিচর্যায় ঢেলে দিয়েছি।
প্রজ্ঞার আলো জ্বেলেছি
আঁধার ঠেলে উঠে আসবে বলে।
তবু তার অংকুরিত হবার দ্বিধা
ভুল শব্দের ধাঁধায় খেই হারিয়ে ফেলার ভয়
তবু তার সংকোচ
নিঁখুত প্রকাশের অপারগতার।
সে এক অসূর্যাস্পর্শা কুমারির মত
আছে আমার গোপন আঁধারে
প্রকাশের অধির অপেক্ষায়
অনাগত এক আরাধ্য কবিতা।