শ্রবন নিরোধী কানের কাছে 
পৌঁছানো যায় না কথার আওয়াজ।
বোধগম্যতার বাইরে রয়ে যায়
কিছু সংলাপ।
সেই না লেখা ইতিহাস 
না বলা গল্প জমা হয়ে থাকে
একদিন কেউ পড়বে
সেই অলিক দূরাশায়।


অন্ধ চোখের দৃষ্টির কাছে
তুলে ধরা যায় না বাস্তবতার রঙ।
অবলোকনের স্পষ্টতায় পড়ে থাকে
ক্ষয় হয়ে যাওয়া জীবন কাগজ
নিবিড় স্কেচে আঁকা অন্তর্বেদনা 
নিষ্ঠুর তুলির কিছু আঁচড়
অযাচিত স্পর্শে গুটিয়ে যাওয়া 
লজ্জাবতীর মত।


সংবেদনশীল মনে জমা হয়
ঘন শীতল কান্নার স্ফটিক।
ধরা পড়ে না
তা সমর্পনের নিস্পৃহ চোখে।
তাই অন্তর্লিন সহনীয়তায়
অভিযোজনের সক্ষমতায়
টিকে থাকার তাগিদে
গড়ে উঠে ধৈর্যের প্রাচীর।


হৃদয়ের অলিন্দে
লেখা হয় তবু দেয়াল লিখন
দিন পরিবর্তনের অঙ্গীকার
কোন এক দিন
রুপালী আলোর ভোরে
ফুলের মত জন্ম নিক
কোন এক সুখের কবিতা।