ইট পাথরের সভ্যতা
দিকে দিকে শুনি তোমার জয়গান।
তবু জানতে ইচ্ছে হয়
আঁকতে কি পারো জীবনের ছবি 
গাইতে পারো হৃদয়ের গান?


ফুলসাজে সজ্জিত ফুলদানী
জানি তুমি অনেক দামী।
মানুষের মত হাসতে কি পারো?
ছেঁড়া ফুলের কান্না দেখে
চোখে জল
আসতে কি পারে তোমারও!


কারুকাজ করা কাজলদানী
বুঝি তোমার কদর।
কারো চোখ দেখে বুঝতে কি পারো
তার ভিতরে আছে কি মনের কথা?
না কি সব বুঝেও
তুমি পালন কর নীরবতা।


সবুজ বরণ টিঁয়া 
জানি তুমি কথা শিখতে পারো।
বুঝতে পারো দেহের ব্যাথা
শিখতে পারো কি
কেমন করে মনে কষ্ট হয় গাঁথা?


জানি তোমরা কেউ
এ সব পারবে না
কারন তোমরা মানুষ নও
তোমাদের নেই মানবিক মন
দেখার আর বোঝার মত
সুক্ষ্ণ অন্তঃকরন।


মানুষই কেবল হাসতে পারে
আবার কেঁদেও ভাসায় বুক।
অন্যের সমবেদনায় 
ভাগ করে দিতে পারে
নিজের জমানো কিছু সুখ।


মানুষ  গাইতে পারে গান
জল আর মাটির সুরে।
মানুষের ব্যথা, মানুষের কথা
ছড়িয়ে যায়
দূর থেকে বহু দূরে।