একটা পাথরকে বললাম
তুমি কেন এত সুকঠিন রুক্ষ?
তোমার কি নেই
মানুষের মত একটা মন?
সংবেদনশীল অতি সুক্ষ্ণ।
মনে হলো যেন
পাথর তখন হেসে বললো,
তুমি কি দেখ নি কোন
পাহাড়ের কান্না?
যার অশ্রুতে বয়ে
যায় উচ্ছল ঝর্না।
তবু আমি শুধালাম
কোন কিছু দেয় না
তোমায় নাড়া?
কেমন তুমি থাকো
ছন্ন ছাড়া!
তুমি কেন অনুভুতি শুন্য?
ব্যথা বেদনায়
হও না কখনো কাতর!
জবাব  যেন শুনলাম,
আমিতো এক পাহাড়েরই
ক্ষয়ে যাওয়া মন
এক ঝর্নার প্রবাহিত জলে
ভেসে আসা
আমি সেই পাহাড়ের
অশ্রুর জমাট পাথর।