সম্পর্ক বাঁধা থাকে
পাখি আর পিঞ্জরে।
কোথা থেকে আসে পাখি?
আসে খাঁচা?
এ কি নয় বিস্ময়!
সাধের মাটির পিঞ্জর
ভেংগে গেলে
পাখি উড়ে যায়।
যে পাখির খোঁজ নেই নি
জানি নি  পরিচয়।
পাখি ঝাপটায় ডানা
সিস দেয় অচেনা
ভেবে আমি দেখি নি
কি কৌশলে এই পাখি
পোষ মানাতে হয়।