রবীন্দ্র রাজ্যের 
অপরুপ সৌন্দর্যের শব্দ কথা 
তুমি হা করে শোন।
তার গানের হৃদয় স্পর্শী বাণী
তোমায় এক শৈল্পিক আনন্দ দেয়।
তার দেয়া সুরে
তুমি তম্ময় হয়ে যাও।
তার দর্শন তুমি অন্তরে ধারন করো।
আজ শত বর্ষ পরেও
তার ছবিতে তুমি ফুল দাও।


হয়ত জানো না
দু:খের আগুনে ধূপের মত
নিজে পুড়ে তিনি সৌরভ ছড়িয়েছেন।
একাকিত্ব আর রিক্ততাকে
হাসিমুখে মেনে নিয়ে
একটা সূর্যের মত তেজ দিয়ে
তিনি অন্ধকারে আলো জ্বালিয়েছেন।


তার সৃষ্টি নিয়ে চলবে গবেষনা
তার কর্ম আমাদের দেবে প্রেরণা
অন্তরালের দুখী রবীন্দ্রনাথকে
কেউ জানবে না