সব কিছু বুঝতে চাওয়া
মানুষের চিরন্তন স্বভাব।
যতই প্রশ্ন করুক, থাকে
মোক্ষম জবাবের অভাব।


সব কিছু যায় না বুঝা
কিছু রহস্য থেকেই যায়।
যে চোখ সবই দেখে
নিজেকে কি দেখতে পায়?


যে আলো কে দেখা যায় না
তার জন্যেই সব দেখা যায়।