চিত্রকর কি এত ভাবো মনে মনে?
চিন্তার সুক্ষ্ণতা রেখে চোখের কোণে।
তেল রঙ, জল রঙ না কি এক্রেলিক?
ভাবনাটা ফুটবে কি সে সঠিক।
হাতে নাও বুঝে শুনে সেই তুলি
আঁকতে পারো যেন তুমি  হৃদয় খুলি।
ঠিক তুলি আর না হলে কাগজ
ভাবনা ফোটানো কি অতই সহজ?
মাধ্যম যদি  না হয় মনের মত
ভাবনা রয়ে যায় অপ্রকাশিত কত?
সম্পর্কে দুজনার মিল থাকা চাই
সৃষ্টির আলো তখন ছড়ায় রোশনাই।
পরস্পরে যদি হয় অমিলে ভরা
হতে পারে জীবন তোমার ছন্দ হারা।