আজকে রাতে আবার আমার স্বপ্নকে
কাছ থেকে দেখতে পেলাম।
যেন আকুতি নিয়ে বলছে,
আর কত কল্পনার কল্পলোকে
আমায় লুকিয়ে রেখে দেবে?
এবার না হয় 
বাস্তবের মাটিতে নামিয়ে আনো।


জিজ্ঞেস করা হলো না
তুমি কেমন আছো?
সব সময়ের মত তার চেনা হাসিমুখ
চেহারা দেখে বুঝার উপায় নেই 
সে আসলে ভাল নেই
নতুন আলোয় বিকশিত হতে
মুক্তির জন্যে তার ভিতরটা ছটফট করছে
অথচ কোন অনুযোগ নেই
কি করে যেন সব দুঃখকে সে
লুকিয়ে রাখতে জানে।


স্বপ্ন, তোমাকে আমিই বলেছিলাম,
মাটিতে নামিয়ে আনবো ,
বাস্তবতায় হাঁটতে শেখাব
তারপর কত  সময় বয়ে গেল
শুধু সাঁকোটা খুঁজতে খুঁজতে।
তাই তোমার দেশে আমি যেতে পারি নি
তুমি কি নেমে আসবে স্বেচ্ছায়?
ঐ কল্পনার মেঘালয় থেকে
আমার এই কাঁদা মাটি জলের
তুচ্ছ পৃথিবীতে।
নিঃস্ব এই আমার হয়ত কিছুই নেই
তবু আমি তোমাকে বরন করবো 
এক গোছা সাদা নীল ঘাসফুল  দিয়ে।