ইতিহাস সম্রাট শাজাহানকে মনে রেখেছে
আর তার কীর্তি তাজমহল
কৈ শিলালিপিতে একজন শ্রমিকের
নামতো লেখা হয় নি?
যাদের রক্ত জল করা শ্রমে
গড়ে উঠেছিলো এই সৌধ।
এভাবেই যুগে যুগে শ্রমিকরা তাদের
ন্যায্য  মূল্য পায় নি।
শ্রমিকের দেহ ঘামে, কঠোর পরিশ্রমে
গড়ে তোলা সভ্যতার
নাম ফলক উম্মোচন করেছে অন্য কেউ
হয়ত সে রাজা, নয়ত জমিদার
নয়ত আজকের কোন মন্ত্রী, শিল্পপতি।