কথায় বলে, 
সত্য না কি সহজেই বোঝা যায়।
আসলেই কি তাই?
নীচ থেকে কোন কিছু দেখা
আর উপর থেকে দেখার মধ্যে 
কি কোন পার্থক্য হয় না!
অথবা, 
আড় চোখে দেখা আর সামনে থেকে
দেখার মধ্যেও।
মুদ্রার দুই পিঠ
একই সাথে কে দেখতে পারে?


সত্য বুঝতে লাগে পরিশীলিত চোখ
অন্যের জায়গায় নিজেকে বসিয়ে
উপলব্ধি করার মত উদারতা।
স্বপ্রণোদিত মিথ্যাগুলো প্রতিনিয়ত 
শ্যাওলার মত ঘিরে থাকে
সত্যের স্বচ্ছতাকে ঢেকে দিতে।
সত্য থেকে যায় চুপচাপ
নিজের জায়গায় নিজের মত।
কারো ভুল দেখায়
সত্য  এতটুকু বদলায় না।