অভিমান এক ধরনের বোকা পাখি
ডানা থেকেও যে উড়তে পারে না।
যে মনের ঘরে দমবন্ধ অন্ধকারে 
গাল ফুলিয়ে বসে থাকে।


প্রবোধের খুব সখ 
অভিমানের সাথে সখ্যতা গড়ার।
তাই সে অভিমানের মাথায় হাত বুলিয়ে দেয়
অভিমান মোটেই খুশি হয় না
বরং ঝর ঝর করে কাঁদতে শুরু করে।


ব্যাপারটা মিমাংসা করার দায় পড়ে
আবেগহীন কর্তব্যের ঘাড়ে।
কর্তব্য ভাবলেশহীন ভাবে দুজনকেই
জানিয়ে দেয়,
যার যার নিজের কাজ করো মনযোগ দিয়ে
পাওয়া না পাওয়া নিয়ে বেশি ভেব না।