শহুরে মানুষ শুনতে পাচ্ছেন?
ভুলে গেছেন? 
ফেলে আসা সেই গ্রাম্য নদী
শ্যাওলা ঘেরা শাপলা পুকুর।
মনে পড়ে?
তালের পাতায় ঝুলতে থাকা
বাবুই পাখির ছোট্ট বাসা।
পা ভেংগেছেন পাড়তে গিয়ে
পেয়ারা ডাঁসা।
মেঠো পথে চলতে গিয়ে পেয়ে ছিলেন
কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া
কোন কিশোরির রূপার নুপুর।
এই তো সে দিন
কাটতো সময় পুতুল খেলায়
দাপিয়ে সাঁতার কাটিয়ে দিতেন
কলা গাছের ভাসানো ভেলায়
মনে আছে?
স্কুল পালানো রোদেলা দুপুর।


এখন আপনি যান্ত্রিক খুব
সকাল বিকেল কাজের তাড়া।
মাথার ভিতর হিসেব নিকেষ
বাজারের দর
বাড়তে থাকা বাসের ভাড়া।
এখন আর বলবে না কেউ
অর্থহীন এই জীবন ফেলে
ভাল করে চোখটি মেলুন।
বলবে বরং
হাসি কান্না উচ্ছাস সব
মন থেকে ঝেড়ে ফেলুন।
আবেগ যদি কিছুবা থাকে
মনের বাক্সে ভরে ফেলুন।
আপনি এখন হয়ে গেছেন
সুতোয় বাঁধা একটি বেলুন।