জাবির ঘুরতে পছন্দ করে,
সে পার্কে গিয়ে টয় গাড়িতে চড়ে।
সে ওখানে গিয়ে হাতির পিঠেও চড়ে,
পার্কে ঘুড়াঘুড়ি করে সে অনেক মজা করে।

জাবির ওখানে গিয়ে নিজের অনেক খেলনা কিনে,
সবাই তাকে ভাল ছেলে হিসেবে চিনে।

×××××××××××
তারিখ: ১৪/০৭/২০২০খ্রি: