এক জন মানুষ যতটা দু:খ নিয়ে বেঁচে থাকে,
সেই জন বাঁচার চাহিদায় ততটা সুখ খোঁজে
অসুখের ভীতর’ চোখ না ফোটা ইদুঁর ছানার মত ছুটে
আজ মানুষ যে ক্লান্ত পথিকের দলে।
তারা কেউ হলে শোকাহত আর্তনাতে অচেতন,
তাহলেই বুঝি আমরা দু:খ অনুভব করি
তবে কেন আমরাই পুতুলের মত চেয়ে থাকি?
দৃষ্টিহীন যে দেখেনি পৃথিবীর করুন ভয়াবহতা,
তবু স্পর্শ করছে সন্তানের দগ্ধ শরীর।
আমি তার হৃদপিন্ডের খবর বলে দিতে পারি,
বলে দিতে পারি সেই পিতার বুকের মধ্যে
রক্ত কণা জমাট বাধা শ্বাসরুদ্ধকর সময়ের কথা।
তার প্রতিবাদি দীর্ঘশ্বাস আগ্নেয়গিরির মত ভেসে ওঠে,
মুখ ঢেকেরাখে লজ্জায় ভয়ে ঘৃনায়।
অসহায় হরিনের মত এক দল যাত্রীর চোখ-
দাবি নিয়ে বয়ে যায় অশ্রু, হিংস্র পশুর সন্নিকটে
ফুটপাতে চলা কুকুরের মুখে কান পেতে শোন
সে বলছে।
আমি নির্ভয় চলতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই ........।