বুলবুলি তোর জীবনসাথী
নামল ধান খেতে,
ঘাস ফড়িং আর টানাটুনির
পাগলামোতে মেতে।
চাষীর ছেলেটা ছল শিকারি
ফাঁদ রেখেছে পুতে,
বনের গভীরে যায় না তো সে
ধরল বুঝি ভুতে।
দোয়েল দোয়েলি লুকিয়ে থাকি
পাতার ফাঁকে ফাঁকে,
বিপদ কথা শুনিয়ে বেড়াই
পথের বাঁকে বাঁকে।
বুলবুলি তোর বুলবুলাটা
কোথা গেল কে জানে?
কিসের নেশা কার টানে
লোভের কাছে হারমেনে।
চাষী আজ সকালে পাকা ফলে
বিষ দিয়েছে মেখে,
শর্ষে শশা অঙ্গুর ঝাঁকে
জাল পে-তে রাখে।
বুলবুলি তুই পিছন জানা,
তারে করবি মানা।
চড়াই শালিক মার পরছে
লোভ করছে তাই,
ছাড় পায়নাই ইদুঁর ছানা
লোভ করোনা ভাই