ছিল উন্মুক্ত প্রকোষ্ঠ
সন্ধার আলো রাত্রের অন্ধকার ছিল,
শাসন ঘরানা রীতিনীতি
সু শৃঙ্খল নীরবতা ভাঙ্গা নূপুরের শব্দ
আনন্দ অশ্রু দুটো প্রামাণ্য পত্রের সংসার ছিল।
ছিল সুনিপুণ চিত্তে গোছানো কাব্যের মত স্বপ্ন
শত বর্ষ আষ্টেপিষ্টে থাকা জোড়া শালিক এ যেন।
শুল্ফার বনেতে
পরেছে ডাকাত মধু আহরণে
পোকারা জেনেছে বা কি?
কাঠ নুড়ির কাঠামোর ওপর টিকটিকির হাকাহাকি
এক পৃথিবী হুংকার তোলা শীর্ণ মুক
কাম ক্রোধের মূর্তিটি চেটেপুটে খায় জীবনের সুখ,
আগুন পানির মিলনে যে বিরহ পাঁচিল
যত পারে চষে প্রেমিকের বুক।
প্রেম অসহায়
আমৃত্যু সুখের প্রলোভনে
প্রেম মরে যায়।
যা কিছু হারায়.............,
মিশ্রিত সুখের উল্লাসে জাগে গোপন সে ব্যাথা তারই
এ ধন এক জীবনে আর পাবে না ত কোন নারী।