আমি কাঁদিতে কাঁদিতে হেসে উঠি যেই
কোটি বছরের তৃষ্ণার্ত কবিতাটি রক্তে ভিজিয়ে দেই,
পথে ধূলি বাতাসে উড়িয়ে যখন নিয়েছি পিছু
আমি সেই শিশু
জোয়ান উন্মার্গ মনে নাই আর কিছু।
সৃষ্টির নিয়মে ঝরে প্রতিটি বৃক্ষের ফুল
তবু আখি বাঁধে কোন নারীর কানের দুল
মৃত্যু করিতে জয় কে সে নিজেকে গড়েছিলে মমি।
জেনে গিয়েছিলে তবে?
শিকার হবে শিকারী তোমার জমি।
আমি প্রহরী সম্মুখে আঁধার বিজলী ভয়
আকাশে বাতাসে প্রিয় মানুষেরা করুণ সে কথা কয়,
যে জন হারিয়ে মাথার ছায়া, হারিয়েছে বুকের ধন
তার কাছে যেন নতুন রবি শোকের আয়োজন।
নব বধূর গলেতে মালার বদলে কাঁটাতার
প্রেমহীন সংসার যেন কৃত্রিম কারাগার,
আমি সেই ধমনী। প্রহরী পশু
কার ভয়ে? পালিয়ে এসেছি,কন্ঠে ছিলনা কিছু।
আমি বিবর্ণ ধূলা জর্জরিত পথিক
আমি পাপ, ধর্ষিত নারীর কংকাল ভেবে
আমাকে আশ্রয় দেবে?