আমি সকল বিষাদের বুকেই
আমার মাথা রেখে ঘুমাই
সারা রাত ঘুম ঘুম ঘুম
আর বা কত ঘুমাব।
দিঘির জল যে কারো অভিশাপে
শুকাইবে না তা জানি
তবুও হাঁস দুটো চলেগেল কোথাও জলে
ওপারে ঘাটে আর নড়ে না জলে।
ওখানে কুমারী নয় আসে বধূ
এক সংসার ধূলা সুপুরুষের গন্ধ
বুকেতে নিয়ে আসে আমার ভালবাসা।
এটাও কম সুখের নয় মধুলতা,
সকলের মুখে আমি বেস ভালআছি
আমার সূর্যটা প্রভাতেই একবার মরে।
তাই অনুতাপ বলে কিছু নাই
যার কিছুই ছিলনা
তার হারানোর ভয় নাই
শুধু ঘুম ভাঙ্গলেই।
টোল পরা হাসি এলোকেশে মুখ
প্রথম উপহার পাওয়া চুমু
নদীর পাড় কলার বন ধানখেত
মসজিদ মন্দির স্কুল মাঠের
নির্জনে দুজনে পাশাপাশি
হাত ধরে হাঁটা
জড়ো পথিকের কানাকানি।
স্মৃতি গুলো,
আমাকে নতুন করে মারে
আমি ভাল নাই।