কে তুমি এ পথে বহু দিন পর?
ভালবেসে মাটির তৃষ্ণা ও গাছের শামুক,
প্রশান্ত তুমি অধীর বুকে নিয়ে কাতরতা
অঙ্গে নিলে মেখে পথের ধূলার ব্যাথা।
চিৎকার করো, স্পর্শ করো দেবালয় গির্জা কাবা
আদালত গণিকালয় রাজমহল ডাস্টবিন...........,
কী বা পেলে কও না সে কথা?
ফুল ফোটে ঝরে যায় কীট বাসা বাধে কাঠের ভেতর
কাঠুরে উনুন জ্বালায় পুড়ে যায় অগণিত সংসার,
কোলের শিশু থাকেনা কোলে খোঁজে ফুলের নির্যাস
পাপ জর্জরিত ছাইপাঁস।
জরায়ুর দেশ
প্রাণ চঞ্চল মৌসুমি ফসলের মত ছিল,
মাঝ পথে ফেলে ও গো তোরে কে সে চলে গেল?
তার সাথে হোক বা না হোক পরিচয়,
বলো না গো শুনি অই চোখে এ তো জল -
এ বারিপ্রবাহ, কোথা থেকে কখন হলো সঞ্চয়।