রীতিমত স্বগতিতে এ..গ্রহ ঘুরে যায়
সর্বজীব বিস্তৃত প্রকৃতি ঘুমায়
ঘুমায় না পৃথিবী,
ঘুমায় এ..দেয়ালে টাঙানো ছবির লোকেরা ।
এই ছবি মৃত্যুর পর ক্যামেরায় ধরা
মাকড়শা জালে ডানা জড়ানো ফড়িং এর মত
কারা যেন বুকের ভেতর ছটফটায়
শুয়ে আছে তিন তারা মাটির বিছানায়;
মনেহয় হৃদয়ের স্মৃতি যেন রক্ত জবার পাতা
আমায় রেখে ঘুমিয়ে আছে দাদু ও মাতা পিতা।
পৃথিবীতে আমি একা নই শুধুই রক্তের দূরত্ব,
কেন আমি একা তবুও?