সত্য বলছি পৃথিবী গ্রহ তারা জল
সত্য বলছি প্লাবিত শহর ও পিঁপড়ের দল,
আমি কারো শত্রু নই
আমি কারো বন্ধু নই।
সত্য বলছি মাটির প্রতিমা ফুল ও ফল
আমি ভীরু মরু শান্ত অশান্ত চঞ্চল,
ভয়ানক ব্যাধি
আমি স্থির।
শোন স্মৃতিসৌধ, মৃত্যুঞ্জই বীর।
মিথ্যা বন্ধন মিথ্যা ক্রন্দন এ মমতা
নিদ্রা ঘোর অচেতন মৃত্যুর সমান যে তা,
আমি চরম সত্য বলছি অনাগত শিশু
আমি যে হিন্দু বৌদ্ধ খৃষ্টান মুসলিম নই
আমি প্রাণী,
আমি যিশু কৃষ্ণ নবী নই
আমি গ্লানি
আমি এখন জন্মেছি
আমি মৃত।