আকাশের সব রং ধুয়ে মুছে যাবে
অজানা সে পাখির ডানা ঝাপটায়
এ...মাত্র আল্পনা দেয়া উঠোনে আসা বৃষ্টির মত।
সেই দিন কেউ লাশ বলে গণ্য হবে চির নিদ্রায়
একটি স্তব্ধ হৃদপিন্ডের নীরবতায়
কেঁপে উঠবে জননীর দু:খ বোধের ঠিকানা;
কফোঁটা জলে ভরে উঠবে প্রতিবেশিদের নয়ন-
এরকমটা হয়নি কখন; আছে জানা?
সু গভীর সমুদ্রে পাথর ভাসলে বুঝি মৃত্যু বলে।
বিষক্রিয়ায় মুখে ঝরা সাদা লালার মত
মুছে যাবে বার হাত বসনের রং, সম্ভার যত
সন্তানের মুখে থেমে থেমেই উঠবে প্রিয় বাবা শব্দটি
মুছে যাবে লাল সিঁদুরের রং।