বনে পশু অগ্নি রবে ভাবছে বুঝি বলবে কবে,
আমি পাতা, মরমর শব্দ পথের বেদনা
আমি নদী, কলকল ধ্বনির স্রোতধারা বাঁধ ভাঙ্গার
ঘরের বধু ঘোমটা ফেলে সময় হল দার খোলার।
দীর্ঘশ্বাস সিন্ধু বুকে গড়ল কারা এ বন্দিশালা,
চলবে কত অনাথ প্রহার পায়ে বেঁধে তার অয়স মালা
জ্বলবে রে যেই বিজয় মশাল,
তখন দোজখ দোজখ বলবে কেউ
অকুল সাগর দেব পাড়ি যখন খুশি ভাঙবো ঢেউ।
প্রতিবাদী ডাক এসেছে শিশু শ্রম কাল বেলার
ঘরের বধু ঘোমটা ফেলে সময় হল দার খোলার ।
অশ্রু যেন প্রলয় লাভা দুর্নিবার ফুটবে ভাষা-
রক্তলাল
আজকে যারে খুব চিনেছি সে আমারে চিনবে কাল।
দারা ওরে দস্যুদল, বলছে না কেউ কোথা যাস
পথ শিশু পাচ্ছে কড়ি মিটছে না ত বোমার আশ
কুকুর ইঁদুর বিড়াল ছানায় বলছে কত সইবো আর?
ঘরের বধু ঘোমটা ফেলে সময় হল দার খোলার।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:১২