একুশে ফেব্রয়ারি শোনো এই বাংলার হৃদয়ে বাজে
একুশ হল স্বচ্ছ পানি সেই কঠিন পাথর মাঝে
একুশ আমার কাননে ফুল খালি পায়ে পথ চলা
একুশ হল খাঁচায় বন্দি পাখির চমকিত কথা বলা।
একুশ হল ছন্দেও অছন্দে কৃষক কুলির গান,
একুশ হল লক্ষ শহীদের রক্ত ত্যাগের সে মহা দান।
একুশ হল উদারতা, তীক্ষ্ণ উষ্ণ পূবাল হাওয়া,
একুশ হল মুক্তানন্দে, বুক নয়ন ভিজে যাওয়া।
একুশ হল বীর বরকত সালাম, মুচি কামার
একুশ হল ভাষার প্রদীপ দৈন্য কবিতা আমার,
একুশ হল শিশুর মুখেতে আধো আধো বুলি ফোটা
একুশ হল জোয়ানের প্রেম সাবকের মত ছোটা।
একুশ হল যে জল প্রপাতে অক্ষত সরু কিনার ,
একুশ হল জাগ্রত জাতির বৃক্ষ শহীদ মিনার।