নব শিশু দুধের আগে রক্তের স্বাদ পায় তাজা
জেনে গেছে যাত্রী মানে লাউয়ের বিচি তেলে ভাজা।
জীবন নামে কঠিন পথে গতিরোধক জাত যোয়ারি,
তবুও চায় বাঁচতে ওরা দুম্রোজাল শ্লোক ছাড়ি-
সময়টারই চুলে ধরা
মানুষ নামের মুক্ত পশু জাত বেজাতের ফাঁদে পড়া।
বনের প্রাণি হিংস্র ভাবেন তুলসি ধোয়া বিবেক সব।
ওদের নাই বুদ্ধিজিবি গুম হত্যার কলরব
বলছে বুঝি কৃষ্ণচুরা লজ্জা পেল ফুল ধুতুরা
যেই খানেতে পাপড়ি ছড়াই বিবেকের ঝুলছে মরা।
কুলির ঘারে কালের বোঝা পেটের টানে খুঁজছে দিক
বজ্রপাতের পষ্ট আঘাত কে বুঝিবে ঠিক বেঠিক,
রং ধনুটার নাই সে রং দুনিয়াটা রংঙের কুপ
পাহারটা না ধসে পরে কেমন করে থাকবে চুপ।
নিজেকে না শ্রেষ্ঠ ভেবে ওরে সবাই নগ্ন হ
মানুষ নয় বহুরুপি যে মানুষ সে ছোটর ছ।
ঘাস ফড়িংয়ের লেজে ধরে ফুটেছে যার মধুর হাসি
সেই ছেলেটার পেটে হাওয়া বাঁজিয়ে গেলেন মরন বাশি।
তোরা তোদের বিচার করে জানবি যখন দেখবি দানব
যে যা সবে ভাবছ তা নয় আমরাই এখন মূর্তি মানব।