তুমি আদর মায়া স্বরুপ
আলো অাঁধার স্বর্গ,
তুমি অনাহার তুমি ধ্যান
ভালবাসার দুর্গ।
তুমি বৃদ্ধ তুমি অবুঝ
মেঘলা রোদের জ্যোতি,
তুমি হাওর বাওর ঝর্ণা
উজান ভাটির গতি।
তুমি কৃষি জমি কৃষান
লাল সবুজের নিশান।
কুলি কামার হিংসার বুলি
ঐ রিক্সা ওয়ালার ঘাম,
তুমি ওঝা অন্ধের বোঝা
এই হৃদয় চিঠির খাম।
তুমি যে সুউচ্চ পর্বত
প্রভাতে শিশির মেঘ
মেঘোবতীর হাতের সর্বত।
তুমি মা বাঙালি
বেদনা চেতনা আশা,
আগামর ভরশা
এই স্বাধীনতা- বাঙালির।