আজ অদৃশ্য ক্ষুধার বন্ধন পেরিয়ে গেছি,
আমি যেন এক সিকি দরে কাগজের ভেলা।
সময়ের নৌকা ধরে লক্ষ্য ধাবমান,
সমাজে ভাগ্যের চিরকুটে লিখে দেয়
সাদা চুলের ধাঁধায় যাবে ধুঁয়ে যে যৌবন
তার অশান্ত সুখের বিরল ব্যবসা আছে,
রাস্তায় সস্তায় বসে বিষাক্ত সাপের হাট।
অলিগলি ছোটে দিশাহারা দুধাল বাছুর।
শোক তাপের শাসনে গড়ায় বস্তির হাড়ি
তখনি আমার রিক্ত প্রাণে অতৃপ্ত জিজ্ঞাসা
কেন বিশ্বাস যঠরে ধরে ভাঙনের ভ্রুণ?