অনেক যে হারিয়েছি সুখ
এইসব ধুয়াশার দোকানে দোকানে,
নিরাশার নিশ্বাসে আমার ভরে গেছে বুক
আমি যেন হেঁটে চলি শশ্মানে শশ্মানে।
আমার সপ্নের নিলাকাশ দীর্ঘশ্বাসে ভরা
যা কিছু তোমার জন্য গুছিয়েছি পৃথিবীরুপর
হে আমার সুন্দর নারী,
যা আমার কথা ছিল তোমাকে দেবার,
সে সব লুফে নিবে কারা? নাকি ফেলে যাবো?
দু'টাকার লোভানে রাস্তায় ঘোরা ওই হাতে দিয়ে শিশুটার।
যদি হয় এমন কখনো তুমি দুইহাত ভরে চাইছো তখন!
তখন শূন্যতা ভরা দৃষ্টি ছারা কিছুই রইবে না আমার,
এই আনন্দের মেলায় বাতাস ভরা বেলুনের ফাটন
যেন ক্ষনিকের নয়, এটাই প্রকৃত সুখের ভাঙন।
আমি যা  পাইনি এটাই প্রথম, প্রথম আশার ভরাডুবি
আমি যা দেইনি এটাই প্রথম, যেন আমাকেই গোটানোর চাবি,
আর এখন আমার বিষাদময় ফিরে যাওয়া পূর্ণ হবে,
এই উন্নয়ন মেলার মাঠেই রয়ে যাবে তুমিহীন আমিহীন চিরচেনা ছবি।