আমাদের এই ঘর খানা এ..মাঠের কোণে
চাষ করি ভাই সর্ষে তিল ঝিঙে আর ধনে,
উলু ঘেরা বড়জ সেখানে অাছে শাক পাট
বিকিয়ে বেড়াই পান খিলি স্বগল্পের মাঠ।
মোরগ ডাকা শিশির মাখা ভোর যেই আসে
গান্ধা ফোটা শিউলি ঝরা উঠোনখানি হাসে।
আয়তো দেখি? কুড়িয়ে দেব ভরে দেব ঝুড়ি
খাইয়ে দেব পিঠা পায়েশ রশে ভরা হাড়ি।
আমার দেশ দেখাব ঘুরে যদি তুমি চাও?
নিয়ে যাব শাপলা বিলে চড়িয়ে ডিঙি নাও,
পাহাড় চূড়া ঘুরে যাব বন্য বীরের দেশে
সৈকত আর পেয়ারা বনে নিয়ে যাব শেষে।
খোঁজো যারা এক শুদ্ধ তারা? শোন বৈদেশিক
এ..দেশের মত পাবে না তো রূপের রসিক।