লাখো শহীদের রক্ত দিয়ে অর্জিত
স্বাধীনতা,
যাদের বিনিময়ে উরছে এখন লাল
সবুজের পতাকা,
পারছে কি প্রশাসন রক্ষা করতে
সেই অর্জিত স্বাধীনতা?
মারা-মরি, হত্যা ও গুম
ঘটছে অহরহর,
যার কারণে শান্তিতে নেই গ্রাম
ও শহর।
এমন ভাবে দেশ চলিলে মূল্য
কি স্বাধীনতার?
স্বাধীনতার পাঠক ঘোষক ছিলেন
যারা
কতইনা নির্মমভাবে অন্যের
হাতে জীবন দিলেন তারা,
শেখ মজিবর রহমান ও জিয়াউর
রহমান
ছিলেন দুই কিংবদন্তী,
যারা ছিলেন স্বাধীন দেশের
স্বাধীনতার দুই বড় শক্তি,
তাদের মৃত্যু ঘটলো নয়তো যুদ্ধের
ময়দানে,
স্বাধীন বাংলার স্বাধীন
ভূমিতে যুদ্ধেরও অনেক পরে নর
পশুদের হাতে,
কত কৃর্তীমান দিচ্ছে প্রাণ
নর পশুদের গুম , হত্যা ও
খুনাখুনি এখনো বতর্মান।
এভাবেই
কি দেখাচ্ছি আমরা স্বাধীনতার
সম্মান????
(08/05/2014)