নয়নজলে বুক ভেসে যায়
পরের দুঃখ দেখে
সুখের পরশ খুঁজে পায়
অন্যের দুঃখ ঢেকে।


নিজ খুশিতে আপন মনে
চলে টাকার বন্যা
ব্যস্ত মনের বেলকোনিতে
নোংরামি আর সয়না।


রাজপথে আজ ষড়যন্ত্রে
কাতর মানবিকতা
কুকুর শেয়াল ককটেলে
বিবেক অন্তস্বত্বা।


ডাষ্টবিনে দেখ্ প্রাণটি দিলো
মগজ ঠাণ্ডার দোষে
ভাগ্য দোষে বাঁচলো যারা
শুষে ক্ষুধার্ত জোঁকে।


চোখের পাতা ভেজায় ক'জন
অভাবির কষ্ট বুঝে
মানুষ কোলে জনম নিয়ে
পশুর ন্যায় চলে।