আগষ্ট ১৫, তুমি কার!
বলো অসংকোচে একবার
তুমি কার.....?


যদিও ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়ে ভারতের আকাশে
ঐ সাতচল্লিশে ঔপনিবেশিক সাদা চামড়ার
অসুর থাবার প্রহর কাটিয়ে,
দেখেছিল সবে নব প্রভাতের মুক্ত সূর্য্য হাসি
এক উদাহরণরূপী সংবিধান গাড়ে পৃথিবীর বুকে
যেখানে উদারতা ছিলো ধর্ম পালনে,জাত-বৈষম্যে
ছিলো ছোট-বড় সমহার কিবা নারীর অধিকার,
গড়েছিলো গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সেঁতু
মহাতীর্থের পুণ্য ভূমিতে,
যেখানে নোবেল জয়ীর সঙ্গীতে এক করেছে
জন-গণ-মনের সুঁতে বাঁধে প্রতিটা রক্ত-মাংস-পিণ্ডে
আজ বড় সংশয়ে!
সত্যিই কি আছি, বিভেদের মাঝে মহামিলনে।


সুচতুর সেইদিন গেড়েছিলো 'ভেদবাদ' বীজ
আজ ৭২ রে পা দিলে,সে কি ইঞ্চি দুর্বল হয়েছে!
বীজটি আজ মেলা প্রকাণ্ড অশ্বত্থে,তার রসাস্বাধনে
বেড়ে উঠেছে দুর্জন,বর্বর,উৎপীড়ন
অনৈক্য-অসহিষ্ণুতার ফুল-ফর্ম
উন্নয়নের চাকা বন্ধ,যদিও নিয়মমাফিক চলে সংবিধান।


জানো স্বাধীনতা তোমায় বুঝি ট্যাক্স দিতে হয়
রক্ত বেঁচে,গরীবের কান্না বেঁচে,অবলার গহনা বেঁচে,
বড় অভাগারে তোর গর্ভ-সন্তান
শান্ত ছুরির তলে চল্লিশ লক্ষ প্রাণ
রেহাই নেই ১০২ এর পৌড়ের শেষ নিঃশ্বাস,
তবে বলো কি ফারাক আছে,বহাল অবস্থান
যদিও দুর্ভাগ্য,তবু বলি
আগষ্ট ১৫! তুমি কার?